মনের ঘরে বসত করে আজব রানী
ভাবি বুঝি তাকে শুধু আমিই জানি
হঠাৎ করে থমকে গেছি কান্ড দেখে
'আমার আমি' পাল্টে গেছে আমায় রেখে !


হিজিবিজি লিখছে বসে রাত্রি জুড়ে
শিশির ভেজা ঘাসের উপর হাঁটছে ভোরে
কুড়িয়ে নিয়ে আঁচল ভরায় শিউলি ফুলে
ছলাৎছল শব্দে বিভোর নদীর কুলে ৷


চেনা পথের পথিক যে নয় 'মনের আমি'
আমার মনে বসত করে এ কোন্ রানী
'উদার আমি'র হদিশ পেলাম ছোট্ট ঘরে
বদ্ধ ঘরের আগল খুলে হাওয়ায় ওড়ে ৷


'রানী' মনের সঙ্গে 'আমি' মিলিয়ে যাবো
মিলেমিশে নীল ওই উদার আকাশছোঁবো
আজব মনের স্বপ্ন আজব আগলে রেখো
ভুল বুঝো না পাগলী মেয়ের সঙ্গে থেকো ৷