শিকারি, তুমি কি আমায় মেরে ফেলবে?
              নাকি বন্দী করবে?
যদি তোমার নিশানার কাছে হার মানি,
যদি লুটিয়ে পড়ে ছটফট করি,
                তুমি কি হাসবে?
নাকি দু'হাতে তুলে শুশ্রুষা করবে?


যদি আমায় মারো-
পেটপুরে খেতে পাবে,
যদি আমায় বাঁচাও-
আমার ভালোবাসা পাবে।
খেলা করবে আমার সাথে,
নাকি খাঁচায় বন্দী করবে?
গান শুনবে আমার,
নাকি কান্না শুনে মজা করবে?


আমি বাঁচতে চাই শিকারি,
          দেবে সেই অধিকার?
তোমায় গল্প শোনাবো অনেক,
                   রূপকথার।
জানো,তোমার চোখে পড়ার আগে,
আমি কেমন ছিলাম?
আমি মুক্ত ছিলাম।
তখন তোমার শিকার ছিলাম না,
তোমার থেকেও বড়ো- শিকারি ছিলাম।


ওই বটগাছের উপর দিয়ে
বেড়াতাম উড়ে,
ওকে দেখেছিলাম আমার থেকে
খানিকটা দূরে।
আমায় দেখে পালালো সে
দূরেই ছিলাম আমি,
আজ একটু কাছে আসতেই
দূরে সরালে তুমি।


১৯/০৫/২০১৬