অনেক অন্ধকার দীর্ঘ পথ-
আমি পার করে এসেছি।
কত চিরহরিৎ- ম্যানগ্রোভ পার হলাম,
কত উষ্ণ বালুকারাশিতে হেঁটে এলাম,
তুমিহীন সন্ধ্যার তিক্ততা আজও গেল না,
রাত্রি কাটে আমার নিদ্রাহীন অবসাদে।
প্রতি মুহূর্তে আজও আমার কানে,
তোমার নূপুর ধ্বনি বাজে।


আজও ভোরের পাখিটা,
পেয়ারার মগডালে বসে ডাকছিল।
কেমন যেন চেনা চেনা স্বর,
স্তম্ভিত চাতকের মতো,প্রেয়সীর মতো,
আমি শুনলাম--
"পিয়া কৈ? পিয়া কৈ?"


তোমার পথ চেয়ে আমি একাকী দলছুট,
রামধনুর মতো তুমি ছেয়ে আছো মনে।
বৃষ্টি ভেজা মন নিয়ে আজও আমি,
ঘুমভাঙা রাতে,আকাশের দিকে চেয়ে থাকি,
একবার যদি আসতে স্বপ্ন হয়ে,
না হয় কোনো দুঃস্বপ্নের পাখায় ভর করে!


লেখার তারিখ- ০১/০৬/২০১৬