আজ পূর্বগগনে সূর্য যখন,
গাছের কোটর থেকে সব পাখি ডানা মেললো;
একটি তখনও ডানা ঝাপটাচ্ছে।
সঙ্গীরা উড়ে যাচ্ছে দূরে, বহুদূরে!
কত রাত্রি একসাথে অপেক্ষায় কেটেছে,
ভোরের আগমনী গান গেয়ে।


হঠাৎ একটা আলোর রশ্মি,
মেঘের কোল থেকে উঠে এলো;
ভেবেছিলো হয়তো বিদ্যুতের আভা,
তাই সে শুয়ে পড়েছিলো।


ঘুম ভাঙতেই চোখে হলুদ রঙ ছেয়ে গেছে,
সঙ্গীরা সব ছেড়ে চলে গেছে!
কোন্ দূর তারার দেশে ওরা পাড়ি দিলো,
রেখে গেলো কোটরে একটুকরো মেঘ!


আবার গোধূলি ঘনালো,
পাতার খসখস শব্দে মন আনচান,
এবার ঈষৎ-বিষন্ন জীভ মেললো সে!
অপেক্ষা এবার বিদ্যুৎ-ছোবলে-
সাজানো কোটর ভাঙা শব্দের!
অপেক্ষা এবার একটুকরো জবা-বৃষ্টির!


লেখার তারিখ- ০৬/০৭/২০১৬
মালতীপুর, মালদা,
পশ্চিমবঙ্গ