বৃষ্টি এলো মেঘ করে
সবুজ মাঠ-ঘাট গেল ভরে,
পাখ-পাখালির নেই তো কোনো ঠাঁই
কী থেকে কী খাবে তারা ভাবছে শুধু তাই।


ঠাঁই নাই কোনো ধেনু ভেড়ার
সবেই ফিরছে বাড়ি,
রাখাল ছেলে চিন্তা করে
এখন কী যে করি!!


কারো আড়ে সোনালি আঁশ
কেউ বা বাঁধছে মেছতা,
বাজারদর এইবার বুঝি
যাবে খুবেই সস্তা।


কারো উঠানে হিজল-দিঘি
কেউ বা শুকাচ্ছে আমন,
তবুও বৃষ্টি করছে না গো
একটুখানি দমন।


বাঁশ বনের ঐ বাঁশ ঝাড়েতে
সারি সারি বক,
ভিজে তারা ঘুমটি মুড়ে
মরছে যে লাখ লাখ।


খেলার মাঠে খেলছে যুবক
খেলছে কিশোরের দল,
মিলেমিশে একেই সাথে
হা-ডু-ডু আর ফুটবল।


অন্যদিকে খেয়ার যাত্রী
খেয়াতেই আছে পড়ে,
বৃষ্টি ভেজা পড়ন্ত বেলা
কে দিবে পার করে।