মনে পড়ে তোরে ক্ষনিকের তরে,
  আহামরি মরি বসুন্ধরা ধরি।
   করিবো কী ? তোর জন্যে,
  বাস্তবের এই চার দেওয়াল।
   আটকে রয়েছে তোর তরে।
   বলিবো সবে ? মোর তরে!


মনে পড়ে তোরে ক্ষনিকের তরে।
  তবুও ভাবিয়া যাই প্রচন্ড জ্বরে।
  তোর ভাবনায় থাকে না জ্বর।
ভাবনার-ও পরে চাইপা উটে থর।
  তবুও আমি ভাইবা যাই তোরে।
কোনো দিন পাইবো তোর দেইখা।


মনে পড়ে তোরে ক্ষনিকের তরে।
   প্রভাতের সূর্য হাঁসবে বলে।
  প্রখর রোদে দুপুরের তাপে।
   মনে পড়ে আলতো ছোঁয়া।
রাতের শীতল প্রকৃতিতে বসে,
শীহরন জাগে নিদ্রাচ্ছ্ন্ন চোখে।