রিক্ত এই ধরার বুকে সিক্ত নয়ন কোথায় ?
      আজি এই পৃথিবীতে ঝঞ্ঝাটের ঘনঘটায়॥
বাস্পীত হইয়াছে আজ দেব-দেবীর নয়ন চুম্বী পানি,
     রিক্ত সেই পথ, ঘাট আজ ,ধরার ভূতবাণী॥
ক্লেশবীনা আজ জীবন খানা হয়েছে ডাঙের পুতুল॥
   সবুজ, সবুজ গাছপালা আজ সবুজের ঘনঘটা।
এক টুকরো ধোঁয়া আজ পকেটে কাগজে মোড়া,
  তবুও কালো মেঘের সারি, জমছে চার কোনায়॥
অনন্ত সেই অন্তিম বায়ু হিমালয়ের পদ তলায়,
    স্থলিত, দলিত, কুঞ্চিত সে মোর হস্ত রেখায়॥
নিস্বঃ পালক বায়ুর ধ্বজায়, আংশিক বিচূর্ণ
     কম্পিত মোর ললাট তিলক, বজ্রের শয্যায়॥
ললাটের এই ছোট্ট বিন্দু, চিন্হিত করেছে আমায় হিন্দু।
  দৃষ্টান্তের কর জোড়ে, বিলীন হচেছ আমার স্থিতি॥
বিপুল এই মানব জোয়ারে, স্থল আমি।
         রিক্ত হাতের পুষ্পাঞ্জলিতে সিদ্ধ আমি,
অনুর্বর ধনের খেতে, সিক্ত আমি শ্বেত হস্তে॥
        কল্পিত আমার মরণ জানি, বহু সঙ্গীন।
ক্ষুধা হতে নিধান পাই, রিক্ত হাতে সেদ্ধ খাই॥



...........কলোকালি...........