বিষন্ন     চাঁদ        হাঁটছে     একা ,
রাত্রে    শিউলী    বাগানের    মধ্যে ।
আলো   শিখায়    ঝরে        পড়েছে ,
একেএকে করে     শিউলী    ফুল ।
বুক      ফুলিয়ে    হাঁটছে      সে ,
রুপোর   চামচ     মুখে       দিয়ে ।
সূর্য্যি      নাকি     তার      মামা ।।
অনন্দিত  শিউলী    মাথা    নাড়ে ,
কচি      ঘাসের     কথা     ভেবে ।
চাঁদের    মুক্তো     ঝরা    হাঁসিতে ,
মুখ      পেঁচানো    লক্ষ্মী     পেঁচা ।
বিদকুটে    কি        সব   অওয়াজ ,
কবে      রূপের   প্রতিবাদী   হলো ?
চাঁদ       একা       হেঁটে    চলেছে ,
শিউলী     বন       চড়িয়া   দেবদারু ।
পাহাড়ের   ঢালু      পথ     গুলো
মাথা       উঁচু       করে    দাঁড়িয়ে ।
বুক      ফুলিয়ে    চাঁদের   দিকে ,
অপ্রতাশিত বাতাস   চিরে     যায় ।
তার        বুক       ছিন্ন      করে ,
গর্বিত    দেবদারু    তাই    হাঁসে ।
লজ্ব্যিত     চাঁদ      রূপের   কাছে ,
এখনো    হাঁটছে     ধীর     গতিতে ।
গর্ব         নেই       তার    বুকেতে ॥