*******সূচনা *******  
              ॥ ১॥
রাধা আমার ঘর বাঁধে না ,
              শখির জন্যে কাঁদে ।
ময়ূর পায়ে ঘুঙ্গুর বেঁধে ,
              কাদার মধ্যে নাচে ।
কৃষ্ণের বাঁশি পোড়া বাঁশের ,
               তাতেই নিত্যনতুন সূর ।
রাধা মাধব বলে চিৎকার ,
               করছে লঘুর ঘুঙ্গুর ।
পায়ে বাঁধা ঘুঙ্গুর আজ ,
               গলা ফাটিয়ে কাঁদে ।
সকল নৃত্য স্বার্থক তব ,
                ঘুঙ্গুরের নৃত্যের অকোপটে ।
ঘুঙ্গুর পরা রাধা আবার ,
                 আমার বাড়ি এসে
নতুন করে ঘর বাঁধার
                 স্বপ্নে চোখ ভাসে ।
দেশলাই কাঠি খানা দিয়ে ,
                 ভেঙ্গে পড়া আকাশটাকে
উস্কে দিলাম দুই কাহন ।
                 আকাশ থেকে ঝরে
পড়লো কয়েক মুঠো বৃষানন্দন ,
                 রাধার পদ ধূলিতে ।
                ॥ ২॥
         ধুলাঙ্গন দুর্বার দল ;
   দুহাত জড়াইয়া করিল উদ্ভাষণ,
নিশ্চুপ হয়ে করলাম তোমার আলিঙ্গন ।
  বধূ ওগো তোমার নিশ্চুপ আলিঙ্গন ।      
          ************
           ****সমাপ্ত****
          ************


                          ***সুব্রত পাল***
                     ***তাং:১৭/০১/২০১৬***
                       ***সময়:দুপুর ১২টা***