জোনাকীর অলোকেতে তুমি নিষ্ঠুর আজও !
অধীর সেই এক ফসলা বৃষ্টির বাঁধ ,
নির্ঝরা অশ্রুর কঠিন , সেই একটা পলক ।


বিন্দু বিন্দু বৃষ্টির তুমি অসীম সৃষ্টি ।
দেবতার কর্ণতলে ছায়াপথ বুনি ।
মাখনের পত্রে আমের আঁচার খুঁজি ।
অশ্লীলতার নতুন শব্দে , আমি তরীর মাঝি ।


অঝোর শ্রাবনে কভু মাঝি ডুবু ডুবু ।
অধৈর্যের  মেঠো বাঁধ ,আজ ভেঙ্গেছে এক টুকু ?
শিকারী বিড়াল আজ শিকারীর শিকার ।
করুন আর্তনাত-এ কাঁপছে সবাই ।
তবুও যেনো দীর্ঘ প্রতিক্ষার পর আনন্দের ছাপ ।


তাহাদের চোখে মুখে এবং দীর্ঘ উল্লাসে ।


সাবধান অশ্লীল জগৎ, সাবধান সকলে ।
লাঠি হতে অন্ধ মানুষ আসছে এপারে ।
সকাল সাঁঝ কাঁপবে এবার মৃতুর হুংকারে ।


জোনাকীর আলোকেতে , লাল হয়ে মিলবে ধুলোয় কালো ।
তাই তুমি জোনাকির আলো , চির বিষাদের বস্তু রলো !


                           ____সুব্রত পাল____
                              তাং : ২৫/০৬/২০১৬