আজ আবার এলো ফিরে শ্রাবন,
অঝোরে ঝোরছে চারিদিকে শুধু মরন।
লাল বৃষ্টির ফোঁটা যেন অবাধ্য আজ!
   চারিদিকে শুধু লেলীহান  শিখা।
    চোখের আড়ালে ভুতের নাচ।
   কটাক্ষ তাদের চোখের বিচার।


রঙ্গীন খামে আলতা মাখা, ছোট্ট চিঠি আবার।
        মনে হ্য় দীপু লন্ঠ্ন জ্বেলে;
          পড়তে বসেছে এবার।
রাতের গন্ধে শিউরে ওঠে সে বারবার।
শব্দ শুধু পায়ের, কানে এসে তার বাজে।
    তলোয়ারের সেই সন্-সন্ শব্দ,
       যেন হাসছে ফিরে আবার।


      প্রকৃতিও একেবারে নিঃস্তবদ্ধ,
তারা মনে হয় জানে! কে আসবে এবার।
         তাই নিশ্চুপ পক্ষী যুগল,
      চুপ করে দাঁড়িয়ে অমাবস্যায়।


        কাটেনি সে রাতের ঘোর,
         কাটেনি চোখের বাঁধন।
              আজ মনে হয়,
    আবার ফিরে আসবে সেই শ্রাবন।


                               ***সুব্রত পাল(কালোকালি)***
                     *****২৬ জানুয়ারী,২০১৭*****