বেঁচে আছি আমরা যারা
থাকছি একই তাঁবুর তলা
ঠিক করা এক গন্তব্যতে
চলছি মোরা কাফেলা হয়ে।
জীবনটাকে রাখতে টিকে
যাচ্ছি নানান কর্ম করে
সাদা কালো উঁচু নিচু
ভেদাভেদ করি কত কিছু।
বিবেক বুদ্ধি না খাটিয়ে
তর্কে মাতি একে অন্যে
কখনও আবার বাহু বলে
সামনে চলি কাউকে ফেলে।
ভিন্ন ভিন্ন মতাদর্শে
স্রষ্টাকে মোরা যাচ্ছি স্মরে
কত উপায় কত পথে
স্রষ্টার হুকুম যাচ্ছি মেনে।
পার্থক্য মোদের যদিও আছে
তবু সে সব মেনে নিয়ে
এ কাফেলার সঙ্গী হয়ে
মৃত্যুবধি চলতে হবে।।