সময় আছে কিছু বাজে কাজ করার
সময় আছে কিছু মিথ্যে নাটক করার
আজ কেউ বোঝেনা
বুঝলেও মানতে চায় না
কবিতা মানুষকে আজন্ম শেখায়
কবিতা ভালবাসতে শেখায়
কবিতা ছন্দ বানাতে শেখায়
কবিতা মানুষকে মনুষ্যত্ব শেখায়
শেখায় ভদ্র,নম্র,শৃঙ্খলা হতে
কেউ আজ কবিতাকে বিশ্বাস করেনা
তারা ছোটে শুধু পাওয়ার জন্য
কবিতা দান করতে শেখায়
জানায় যা আমরা না জানি
শেখায় যা আমরা শিখতে চাইনা
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যা আমাদের চোখ
দেখেও চলে যায়
তাইতো আমাদের সমাজে আজ কবিতাই আছে,
তার মর্ম নেই
তারা শুধু মুখস্ত করে
তার মর্ম খুঁজে না ।
যদি আজ মর্ম খুঁজত তাহলে
আমাদের দেশে সুবিধাবঞ্চিত শিশু থাকত না
থাকত না কোন দুর্নীতি
থাকত এক সুন্দর সোনার বাংলাদেশ ।