রাত বলল তারাকে
ঘুমিয়ে রাখ পাড়াকে
উঠলে জেগে তারা যে
ভয় পাবে সব আমাকে
জ্যোৎস্না তোমার আলোকে
ছড়িয়ে দাও ভূলোকে
তোমার আলোর আভাসে
পড়বে যে সব ঘুমিয়ে


যদি উঠে জেগে তারা
পরব যে সব আমরা মারা
উঠলে জেগে তারা যে
উঠবে জেগে পাড়া যে


সূর্য উঠবে দুলদুলিয়ে
নদী হাসবে খিলখিলয়ে
শিশির বলবে যাচ্ছি ও ভাই
লোক- লোকালয় ভাল্লাগেনা
আসব আবার রাতে
যাচ্ছি চলে মাটির কাছে
আসব তোমার সাথে


সব কিছুরই ঝণ্ডা ছেড়ে
আসবে কখন তারা যে
রাত পোহালে তবেই তো
উঠবে জেগে পাড়া যে ।