আজ বহুদিন পর আমি এখানে,
ঠিক সেখানে জানো, যেখানে তুমি অনেক অনেক আগে দাঁড়িয়ে ছিলে।
যেখানে তুমি প্রতীক্ষায় থাকতে আমার জন্য।
সময়টাও ঠিক গোধূলির সময়
নিয়তির কী নিষ্ঠুর পরিহাস দেখো
আজ ঠিক সেই সময় আমি দাঁড়িয়ে আছি
তোমার প্রতীক্ষায়।
আমি জানি তুমি আর কোনদিন ফিরবেনা।
আমি জানি এই প্রতীক্ষাও আর কোনদিন শেষ হবে না।
জানো এই গোধূলি বড় আশ্চর্য জিনিস!
এত বড় একটা আলোর দুনিয়াকে অন্ধকারের নিকট তুলে দিতে এর লজ্জা করে না।
দিনটাকে আস্ত গ্রাস করে আপত্তি করে না রাতটাকে গ্রাস করতে।
তবুও এই গোধূলি বড় মধুর সময়।
হয়তো নীড়ে ফেরা পাখিদের জন্য,
হয়তো কৃষাণের কোলাহলের জন্য,
হয়তো রাখালের বাড়ি ফেরার জন্য,
হয়তোবা আমার প্রতিক্ষার জন্য।
হয়তোবা তোমার সেই দূর-দূরান্ত চেয়ে থাকার জন্য,
হয়তোবা প্রকৃতির রং পাল্টানোর জন্য,
জানো,আজও পাখিরা নীড়ে ফিরছে, আজও কৃষাণেরা কোলাহল করছে, আজও রাখাল বাড়ি ফিরছে,আজও গোধূলি বড় রঙিন হচ্ছে।
কিন্তু তুমি নেই।
আজও প্রতিদিনকার মত আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে গোধূলির রাত বরন দেখছি।
হয়তো তোমার চাহনির মত নয়।
তবুও সেই চেষ্টার, সেই চাহনির প্রতীক্ষায় আছি।
আজ অনেক রাত হয়ে গেছে, আবারো এই সময় এই গোধূলির প্রতীক্ষায় আছি।