সুখ খুঁজেছি-
গাছের ডালে পাখির সুখ,
নদীর মাঝে জলের সুখ,
আকাশেতে তারার সুখ।                                                                                                               সুখ খুঁজেছি পথে-ঘাটে,
সুখ খুঁজেছি  মাঠে-হাটে,
সুখ খুঁজেছি দৃশ্যপটে।


সুখ খুঁজেছি
ঘাস ফড়িংয়ের শিশির সিক্ত ভোরবেলা,
বানের জলে ভাসিয়ে বাঁশের ভেলা,
সুখ খুঁজেছি
নদীর জলে ভাসিয়ে পুতুল সন্ধ্যাবেলা,
নিদ্রা চাষে স্বপ্ন দেখে রাতের বেলা।


সুখ দেখিনি দুঃখ দেখি
নদীর তীরে,পথের ধারে,পাহাড় চুঁড়ায়
সুখ দেখিনি দুঃখ দেখি
বিদ্ধ তীরে বুকের মাঝে দুঃখ খুঁড়ায়।


এবার আমি সুখ দেখেছি
সুখ পেয়েছি স্বর্গীয় সুখ,
তোমার মাঝে ডুব দিয়েছি
ভুলতে সকল দুঃখ।
                         ----------------