শিকল বিহীন বন্দী কারাগারে মানুষের মুক্তির শ্লোগান।
মিছিলে মিছিলে সয়লাব। সবাই মুক্তি চায়, শান্তি চায়।
মুক্তির মন্ত্রে দীক্ষিত তন্ত্রে দিগবিদিগ ছুটোছুটি,
সবাই মুক্তি চায় , শান্তি চায়।
'
শিকল বিহীন বন্দী কারাগারে এ কেমন জীবন?
সমস্ত মন্ত্রের দীক্ষিত তন্ত্র কি মুক্তি দিতে পারে?
নাকি ক্রমশ মানুষের অবসাদ বাড়ায়?
'
এক সময় চারিদিক থেকে ঘিরে ফেলে ক্লান্তি।
চোখ শুধুই সায়াহ্ন দেখে। তখন আর কেউ মুক্তি চায় না।
শিকল বিহীন বন্দী কারাগার ভালবাসে।
থেকে যাওয়ার কি প্রাণপণ চেষ্টা...।
'
সামনে এসে দাঁড়ায় মুক্তিদূত !  
তারপর শিকলপরা বন্দী জীবনের সূচনাতেই
কেবল মুক্তি মিলে, শিকল বিহীন বন্দী কারাগার থেকে।