কবিতার আঙিনায় তোমার শরীর,
আমি পায়রা হয়ে দিব্যি হাঁটি উড়ি ,
মনের সুখে শব্দ খুড়ায়,
শব্দের যথেচ্ছা ব্যবহারে কবিতার আঙিনায়
তোমার শরীর আঁকি।


দৈব চক্রের ঐশী ফিরিয়ে দেই,
মানুষের অন্তরাত্মাই দেবতা,
অন্তরের নির্যাস শব্দ সমষ্টিই কবিতা,
আমি কবিতাকে ঐশী বলি,
পূজা করি কবিতার।


ঈশ্বর কবিতার আঙিনায় স্বর্গ সাজায়,
ধর্মান্ধরা আবর্জনায় স্বর্গ খুঁজে
আর আমি শব্দ দিয়ে তোমার শরীর আঁকি,
কবিতায় স্বর্গ খুঁজি।
০৬।১০।২০১৫