আধাঁর রাত্রিই গর্ভে ধারণ করে ভোরের শরীর।
আধাঁর যত গভীর হয় ভোরের শরীর তত
গর্ভপাত উপযুক্ত হয়।
একান্ত ইচ্ছাগুলো অনন্ত হয় যখন ঝরে যাওয়া
ফুলের ডালে আবার ফুটে ফুল।


নিয়মহীন জীবণের একপাশে দাঁড়িয়ে দেখি
ঈশ্বরের বেঁধে দেয়া নিয়ম, প্রকৃতিও ঈশ্বরের
বেঁধে দেয়া নিয়ম মেনে বৈরী হয় ।


শৈশব কৈশোর যৌবন হারিয়ে বার্ধক্য আক্রান্তরা
অমোঘ নিয়মের বাঁধন উপলব্দিতে আত্মমগ্ন হয়
নিয়মহীন স্মৃতির পাতায়। আফসোস কিংবা
হতাশা তখন নিয়মকে ত্বরান্বিত করে।


মানুষ প্রকৃতির তুষ্টিতে ঈশ্বর বিদ্রোহী হয় আর
প্রকৃতি ঈশ্বর তুষ্টিতে মানুষের বিদ্রোহী হয় ।
২৮।০৮।২০১৬