এমন প্রভাত বেলা
এরুপ মেঘের খেলা
দেখিনি কখনো আগে
রক্তিম রাঙ্গানো রাগে।
রবি দিতেছে উঁকি
আঁধার যেতেছে চুকি
হেমন্তের মাঝামাঝি
অগ্রানের কাছাকাছি
আধো কুয়াশার ভির
হাল্কা জমানো শিশির
পাখিরা মেলিয়া ডানা
যেতেছে দূরে অজানা
দেখিনু নয়ন ভরে
ছাদে বসিয়া ভোরে।।


ঢাকা
২১ কার্তিক , ১৪২৪ বাংলা