শুধু যদি করি কাজ সদা স্বীয় ত্বরে,
তবে লোকে হবে সুখী বল কিবা করে?
তাই যেন করি কাজ এ আশায় সবে,
শান্তি ও সুখের দিন আসে যেন ভবে।
আমাদের কাজে যদি হয় কেহ দুঃখী,
কি প্রয়োজন সেকাজে হয়ে নিজে সুখী ?
তাই যেন করি কাজ পর হিত ত্বর,
তবে সুখ এসে যাবে প্রতি ঘরে ঘরে।
কি কারণে অকারণ করে যাব বৃথা ?
কি কারণে হতে হবে স্বার্থপর নেতা ?
এসেছি এ ধরা ধামে ক্ষণিকের ত্বরে,
কেউ এথা রবনা তো চিরকাল ধরে।
সবই যেন হবে শেষ মুদিলে দুআখি,
যে কখনো যেতে পারে ছুটে প্রান পাখী।
শুন্য খাচা মুল্যহীন এ দুনিয়ার মাঝে,
মানুষ মানুষকে চিনে শুধু তার কাজে।।