রুখ আঁধার জ্বালাও দীপ
আঁধার মনে দাও প্রদীপ ।
এসো এসো করি পন
ঝেড়ে কলুষ সুধী মন ।
মিথ্যা হিংস্‌ মন্দ পাপ
ময়লা বর্জ্য করি সাফ ।
আপন আলোয় বিভেদ ভুলে
সবারে নেই বুকে তুলে ।
স্বীয় গুনে করি ক্ষমা
জানাই সবায় সন্মাননা ।
থাবে কেবা সদা ভবে
সবারইতো যেতে হবে ।
কিসের এত রেসা-রেসি
থাকবো সবাই হাসি খুশি ।
সময় থাকতে সোজা চলি
সবাই সবার মনরে বলি ।
আল্লাহ্‌ মোদের রক্ষা কর
পুন্য দিয়ে ধন্য করো ।।