শীতের পাখী শীতের পাখী,
আসছ যখন যাওগো থাকি।
পাহাড় নদী মাঠ পেরিয়ে,
আসছ যখন হিম ছাড়িয়ে,
আবার কেন যাবে ফিরে ?
থাক মোদের দেশের নীড়ে।
ভেসে ভেসে জলের বুকে,
দুলতে থাকো মনের সুখে।
তোমাদের এ আগমনে,
ধন্য মোরা শীত লগনে ।
ঝাঁকে ঝাঁকে আস যখন,
আনেক ভাল লাগে তখন।
হাওড় বাওর নদীর জলে,
ভেসে বেড়াও দলে দলে।
সকাল দুপুর সন্ধ্যা ক্ষণে,
ঘুরে বেড়াও নীল গগনে।
লম্বা লম্বা ডানা মেলে,
ঘুরে বেড়াও আপন মনে।
উরে বেড়াও ভেসে ভেসে ,
ঘুরে বেড়াও এই আবেসে।
আর যেওনা মোদের ছেড়ে,
থেকো সারা বছর ভরে ।
ঘুরে বেড়াও সর্ব খানে,
নির্ভয়ে রোজ স্বাধীন মনে।
যেওনা আর অন্য দেশে ,
থাকো মোদের বাংলাদেশে ।
মোদের দেশের কাঁদা মাটি ,
খাঁটি সোনার চাইতে খাঁটি।।