আমি এখন ভিন্নতর এক মানুষ। মধ্য নিশীথে নিসর্গ ঘুমিয়ে গেলে জ্যোৎস্নার ছিপ ফেলে বসে থাকি শিল্প শিকারী। মানুষ ভেবে বৃক্ষ ছুঁয়ে ফেলি। বৃক্ষের ভাষা বুঝিনা বলে করোটির ভিতর নেংটি ইঁদুর সুতা কাটে।তখন শুকনো পাতার হাহাকারে বৃদ্ধ সেতার...নরকের সিঁড়ি ভেঙে সর্পের হিসহিস..মাতিয়ে তোলে অন্ধ সময়। আর রাত্রির নিনাদে জেগে ওঠে হলুদ মৃত্যু... নিমেষেই মিশে যায় ছায়ায় ছায়ায় মানুষেরই ছদ্মবেশে।