হ্যাঁ, আমি এখন তোমার দিকেই যাচ্ছি
সমস্ত অশ্লীল পাঁক ধুয়েমুছে অপাপবিদ্ধ অবয়ব।  
কিছুতেই মেনে নিতে পারিনা তোমার একা থাকা ।
জানি, দিনগুলো কেটে যায় নানানকাজে কোনমতে
কিন্তু আমার অস্তিত্ব জানান দিয়ে রাতগুলো ঠিকই  
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে দেয়ালের আড়ালে আড়ালে ।
অন্তরালে বন্দী সুখের ছদ্মবেশে দুঃখের কপোতী
এটুকু জেনো,যদি আঙ্গুল থেকে খসে পড়ে
সুবর্ণ সময় কখনো হলুদ ঘাসে;
আমার বিষণ্ণতা ছুঁবে না তোমার চিবুক।  
ভোরের স্বপ্নে অহেতুক কখনো দিবেনা হানা
নষ্ট প্রহরের বেদনা। তোমার জন্য প্রার্থনা এই
রোজ সকালে পর্দা সড়ালেই যেন দেখো,
দুঃখের উঠোনে হেসে উঠছে চকচকে রোদ  
তোমার দিকে এগিয়ে আসছে সরল শিশু  
শ্বাশ্বত সুন্দর...