জানি, তোমাকে পাওয়া এতো সহজ নয়।
এই হলুদ হেমন্ত, ধান্যগন্ধ তনু, সম্ভ্রান্ত সবুজ তারপরও
বিরুদ্ধ সময় অন্তরালে বিষ ঢালে নিঃশব্দ নীলে!
উন্মত্ত হয় সমুদ্র বন্য শীৎকারে,
তাজা রক্তের ঘ্রাণ গ্রন্থিতে গ্রন্থিতে,
পাশবিক খেলায় মেতে ওঠে অন্ধকার।
তবুও এই হৃদয় তপ্ত মরু নয়, প্রতীক্ষার বিনম্র প্রহর -
এই বুঝি ভাংলো অর্গল! চারপাশে আলোর ফোয়ারা-
দিগ্বিদিক ছুটছি আমি, শুধু তোমার প্রতিধ্বনি!
তারপরও জানি, তোমাকে পাওয়া এতো সহজ নয়।