সত্যিই একদিন আমি আমরা
আমাদেরকেই ভূলে যাবো।
যেভাবে ভূলে গ্যাছি;
কোনো এক রাতের ঘুটঘুটে অন্ধকারে
ফাঁকা রাস্তায় প্রাক্তন প্রেমিকার
ছুরিকাঘাতে প্রচন্ড রক্তক্ষরণ নিয়ে
অজ্ঞাত পরিচয়ে আশ্রয় নেয়া বাড়ী'টাকে,
ভূলে গ্যাছি;
সে বাড়ীর কুকুর-বেড়াল,পাইক-পেয়াদা,
কাছারিঘর আর লিভিংরুমে'র সু-সজ্জিত নামিদামি
আসবাবপত্তর।


সত্যিই একদিন আমি আমরা
আমাদের প্রয়োজনেই আমাদেরকে ডুবিয়ে মরবো!


এইসব তড়িঘড়ি সকাল,
শরীরের চুইয়ে পড়া নোনাজল শুষে নেয়া শার্টে
চটচটে দুপুর,পড়ন্ত বিকেল,
পবিত্র সন্ধ্যায় চায়ের কাপে
আধ খাওয়া সিগারে বুনোচুমু,
প্রেয়সী'র অন্তর্বাসে লিখে দেয়া
উবু হোয়ে শুয়ে থাকা ক্ষতবিক্ষত
নিদ্রাহীন রাত্রী যাপনের অবয়ব আর
রাত করে ঘরে ফেরা ভূলে গিয়ে;
একদিন আমি আমরা বাধ্য হয়েই নিঃস্ব রবো


এইসব ভুগিচুগি ডুপ্লিকেট ইস্যু,রাষ্ট্র-ফাষ্ট্র,
ন্যাংটো সমাজ ভূলে গিয়ে...
মৃত্যু নামক সত্যের মিছিলে উত্তেজিত হবো।