দেখেছিলেম,
একদিন তুমি তিমির বিদারী হোয়ে এসছিলে।
উত্তর-দক্ষিণ,পূব-পশ্চিম,দশ দিগন্তে
তোমার আলোকময় জ্যোতি ছড়ায়েছিলে।
ভরা ঘরা কাঁঙখে আর্দ্র বস্ত্রে বহমান
নদীর ভাঙ্গুনতি ভেঙ্গে আঁকাবাঁকা পথে হাটছিলে!



ভি
ভূ
ত!


ধুচ্ছাই,ঘোরে ছিলেম!
স্বপ্ন দ্যাখছিলেম!
এখন সব অন্ধকার দ্যাখছি।
ছন্দপতন!
মোহনিদ্রায় ডুবে ছিলেম!


দী
র্ঘ
শ্বা
স!