ছলাকলায় মিশে থাকা
অমৃত শরাবের বোতলে
স্বার্থ খুঁজে ফিরে হঠাৎ করেই
মিতিয়ে যাওয়া সম্পর্কগুলো।


রাতের আকাশের নীচে শূন্য মাঠে
পড়ে রয়; সম্পর্কের ছলাকলার
স্বাক্ষ্য হোয়ে অমৃত শরাবের বোতলের স্খলিত হতে থাকা
অবহেলিত শরাবের ফোঁটাগুলো।


এভাবেই পড়ে রয়;
একটা আধঘুমে জেগে থাকা
জনমানুষহীন এই শহর,


এখানেই ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় আলেয়ারা যৌবন বিছায়ে
গুনে প্রতিক্ষার প্রহর।


বোরহানুদ্দীন।
২১শে অক্টোবর,২০১৬।