অজলে সজল
============================@@@


পৃথ্বীও হারিয়ে যায় বুকে লয়ে ক্ষত,
না পেয়ে ভাদ্রের রাতে প্রেয়সীর দেখা
নিস্তব্ধ আমন ক্ষেতে ঝরে পড়া নক্ষত্রের মতো।


সেই যে হরষে চলা তটিনীর স্রোত
গোপনে গিয়েছে নিয়ে বহুদূর পাকুড়ের ঘুম,
উড়ন্ত ঢাকায় রেখে শিশিরের চুম।


ধুল ঝুল হোক ভুল সময়েরই পিঠ!
যখন আঠারো রঙে রামধনু ক্ষোভে যায় মারা,
নিশ্চয় কাজেরই হয় তক্ষকের সাড়া।


সকলি চলেছে ধেয়ে সামনের পানে
ক্ষতি কি ফেললে তাতে বলাকাও গোধূলির তড়!
হয়তো না পেরে যেতে সমুদ্রের জল
নিতুই মন্থনে ক্ষয়ে রচে এক মেঘেরই বাসর।


============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
19/03/2024ইং।



@বোরহানুল ইসলাম লিটন