চিরতরে হারাবো না আমি!
=========================@@@

হে আমার চন্দ্রাবতি! চিরতরে হারাবো না আমি,
নিশ্চয় রাখবেন বিধি পদতলে দাসের গোলামী!
বাঞ্ছার অরোধ্য তান
গাইবেই চলনে গান
যখন থাকবো না বেঁচে দেহ হবে চাক্ষুষ বেদামী।
নিশ্চয় রাখবেন বিধি পদতলে দাসের গোলামী!

আমার সৃজিত সুরে রচে যাবো তোমারি নূপুর,
বেনামী হলেও দিন ছড়াবে তা রোদেলা দুপুর।
আসলে কভু কালো মেঘ
বাড়বে পবনের বেগ
তাতেই অক্ষত রবে ধারা তার হয়ে সত্তা কামী।
নিশ্চয় রাখবেন বিধি পদতলে দাসের গোলামী!

প্রকৃতিও হাসবে দেখে আমার এ শাশ্বত উষসী,
দিবসে নীলিমা তুমি রাতে হলে রূপা ঝরা শশী।
প্রাতে আর গোধূলিতে
কথা বলতে আচম্বিতে
আমিই উদয়ে রবি যদি হই ফের অস্তগামী।
নিশ্চয় রাখবেন বিধি পদতলে দাসের গোলামী!

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০১/২০২৩ইং।




@বোরহানুল ইসলাম লিটন