ইলিশ (রম্য)
======================@@@

দাম শুনে কম কিনতে ইলিশ
দৌড়ে গিয়ে হাটে,
শুধাই ও ভাই কও তো কি দর?
সূর্য তখন পাটে।

বের করে দাঁত জানায় হেসে
অনেক মাছই ছিলো,
নিতে পারেন দাম দু’ হাজার
পাক্কা এ’ এক কিলো!

বুক পকেটে শ’ দুই টাকা
লম্বা ফেলে শ্বাস,
বারেক শুধাই হয় না কি ভাই
পুচ্ছ সহ আঁশ?

চোখ দুটি তার বেজায় গরম
হস্তে নিয়ে টাকা,
বললো দিলাম এই নিয়ে যান
সিলভারের ছ’ চাকা!

বউ যদি আজ ধরেই বসে
হঠাৎ তুলে নাকে,
বলবেন এদের গন্ধ কি আর
খুব বেশিক্ষণ থাকে!

(শুধু রম্যতার খাতিরে কবিতাটি লেখা)
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/১০/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন