রুবাইয়াত-ই-বোরহান
=============================@@@

(১) যাকীর সাকী

যাকীর মাথে বসছে মাছি পেয়ে চুলে আঁশটে ঝোপ,
দেখেই সাকী মারতে রোষে হানছে জোরে কাচির কোপ।
ফিনকি দিয়ে ঝরছে লহু রাখছে কি তার খোঁজ খবর!
’করবো মাছির বংশ নিপাত’ বলেই সে ফের দিচ্ছে টোপ।


(২) শেষ দাবি

অনুগত হাত দু’টি মোর তুলছি আশার বন্দরে,
ফিরাইও না আজ গো প্রভু অধম বলে মান করে!
ঠাঁই দাও এ’ প্রেম ইল্লিয়্যিনে মেনে দাসের শেষ দাবি,
দূর করো সব দ্বন্দ্ব বুকের আস্থা চষে এই ঘোরে!


(৩) জগদ্দল

যতোই এসে গ্রাস করুক মন সংজ্ঞা হারা দুখের ঢল,
বলেছিলি সুখ দিবি খুব আস্থা রোপে রোজ অটল।
রাখলি কি তুই অবশেষে দোর খুলে এই পিঞ্জরে,
বল সখী বল সত্যি করে প্রেম কি দানে জগদ্দল?


(৪) শেষ পুঁজি

রাত-দিবসে সঙ্গোপনে নিজের সাথে ফের যুঝি,
তুমিই জানো কোন বা আশে কারে আমি রোজ খুঁজি।
দাও তারে দাও বক্ষে এনে, রাখতে গো এই মিনতি
তোমায় দিলাম দুই ফোঁটা জল কও তো আছে আর পুঁজি!

=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০২/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন