কাব্যই কাব্য (১৪০০তম প্রয়াস)
======================@@@

কাব্য হলো কাব্য চির
কাব্য মাঝির কূল,
কাব্য খেদে যক্ষ রূপী
অস্ফুট মুকুল।

কাব্য রলে পাশে,
দ্বন্দ্ব ও সুর ছন্দে দোলে
ফল্গু ধারার শ্বাসে।

কাব্য গেলে দূরে,
শব্দগুলো অব্দ ভরই
কাব্য গড়ে পুড়ে।

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/১২/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন