কালের দেনা
=====================@@@

একটা সময় স্বপ্ন ছিলো নভোর মতো!
উড়তো যেথা রঙিন ঘুড়ি
মেঘ সাজাতো রত্নপুরী
জ্বলতো রাতে চাঁদ সিতারা অবিরত!

বইতো বুকে ভরা গাঙের মাতাল ধারা!
পাল তোলা না’র ফুর্তি দেখে
ঊর্মি যেতোই ছন্দ রেখে
গাইতো পাখি দুই কূলে গান চষতে সাড়া!

চলছিলো ক্ষণ এমনি করেই শান্তি সুখে!
মানতো না মন ক্ষণিক ভাসি
ঘোর কভু হয় সর্বনাশী
লাগতে পাবে বিরল গ্রহণ চাঁদের মুখে!

আজকে আমার নেই কিছু সেই বেচা-কেনা!
চুপটি বসে ভাঙা দোরে
স্মৃতির জুতো সেলাই করে
চলছি শোধে সমান তালে কালের দেনা!

=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০২/২০২৩ইং।




@বোরহানুল ইসলাম লিটন