খবরে ও বিবরে (শিশুতোষ)
=====================@@@

আজ এ’ আকাশ পড়বে ভেঙে
খবর শুনেই মলা,
ধরলো চেপে লাফ দিয়ে এক
ছ্যাবলা হাঁসের গলা।

দৃশ্য দেখে জল ঢোড়া কয়
বাঁচবে তোদের খ্যাতি?
এই চেয়ে দ্যাখ আমার পাড়ে
কত্তো ব্যাঙের ছাতি!

=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৭/২০২৩ইং।






@বোরহানুল ইসলাম লিটন