কবিগুরুর প্রতি
====================@@@

সিংহ যুগল চুপটি খাড়া
সদর দোরের ঘাড়ে,
ঘামছে ক’টা হরতকী নিম
নিঝুম বাগের আড়ে।

স্বচ্ছ ঘাটের সবুজ জলে
দেখে পাখির হাসি,
পত্র ফেলে আম বহেড়া
দুলছে পাশাপাশি।

গুরু তোমায় দেখতে এলাম
সয়ে রোদের জ্বালা,
মঞ্চ দালান সব তো আছে
কোথায় কথার মালা?

আজ যদি যাই কাব্য বিনে
রিক্ত হাতে ফিরে,
ফের কি খোঁজে আসবো ভাবো
নাগর নদীর তীরে!

* গতকাল দু’স্তবক ’পতিসর’
ও দু’স্তবক বাড়ি ফিরে লেখা!
এই কবিতাটি আমার এক বন্ধুর
প্রতি উৎসর্গকৃত।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৫/২০২৩ইং।




@বোরহানুল ইসলাম লিটন