নুসির পুষি
=====================@@@

নুসির পুষি দুষ্টু অতি
খামচে ধরে হাত,
সুযোগ পেলেই খায় চেটে দুধ
রেখে থালার ভাত।

ঘাপটি মেরে ঘুমায় খাটে
তেরছা রেখে কান,
চোখ খুলে না যতোই বাজাক
নেংটি ইঁদুর গান।

ভীষণ নরম তুল তুলে গা
কালচে মাথার কেশ,
লাফ-ঝাঁপে নয় কম সে পটু
আলসে তবে বেশ।

=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০২/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন