টুকরো কথা -৫৪ (কাঠঠোকরার শৈল্পিকতা)
=========================@@@

সেই আদিকালের কথা -

মেয়েটি অবাক হয়ে দেখেছিলো -
কোথায় কিভাবে গড়তে হয় ঠোকরে ঠোকরে
টেকসই আবাস।

ওর নাম সুরবালা!
ভালোবেসে বুঝে -
অধিক বিরহে গাছের মতোই নীরব ও সহনশীল
প্রাণেশের অন্তর।

তারপর?
ধীরে ধীরে ছড়িয়ে দেয় চতুর্দিকে
কাঠঠোকরার শৈল্পিকতা।

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/১১/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন