টুকরো কথা -৩
====================@@@

(১) চিরস্থায়ী ও চিরঞ্জীব

আজীবন শুধুই বাঁচার তরে লড়েছি
যদি মৃত্যুর চিন্তা দিয়ে
অন্তর পূর্ণ করতে পারতাম
হয়তো বা মরতে হতো না কোনদিনই,
এক সময় ঠিকই নেমে আসতো
নীচে আকাশটা
আর তখন টুপ করে স্বর্গে ঢুকেই
হতাম আমি ‘চিরস্থায়ী ও চিরঞ্জীব!’

(২) প্রেম ও সেম

কাঁটাহীন গোলাপ
গোলাপ নয়
যেমনটা কলঙ্কহীন প্রেম,
বুঝেও হেরেছো তুমি
ভেবেছিলে বলে
অবশেষে দু’জনারে সেম!

(৩) মাপক

ভালোবাসা অত্যন্ত মূল্যবান সম্পদ
যা অন্তর নামক থার্মোমিটার দিয়েই
শুধু পরিমাপ করা যায়
অন্য কিছুতে নয়
তবে
কারো থার্মোমিটারের পারদ যদি
অযথাই উঠা-নামা করে
নিশ্চয় এহেন মাপামাপিতে না নামাই উত্তম!

(৪) ফড়িঙের নজর

শ্যামলা সে’ ঢালে
ঘাসের ডগার দুষ্টু কোন ফড়িঙ
যখন বাঁকা চোখে তাকাতো
ভীষণ বিমোহিত হতাম!
ওর তীক্ষ্ণ নজর আমার এ’ অন্তরে
খুলে দিতো এক শিক্ষালয়
যেখানে শিক্ষা দেয়া হতো
কিভাবে তুষ্ট রাখতে হয় নিজেকে
অপরের খুশি দেখে!

পাল্টেছে সিলেবাস !
আজ রপ্ত করানো হয় -
আওয়াজ বিনে
শুধুই নিজের জন্য
ক্যামনে মঞ্চস্থ করতে হয় এক
’বিরান গৃহের কান্না!’


’ওই ঢালে একা বসি বলে আমি!’

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০২/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন