একে একে পঁচিশ বছর কেটে গেল
কিছুসংখ্যক মানুষ আমায় নিয়ে ভাবলেও
বাকীরা আমার নামটিও ভুলতে বসেছে ।
আজ আর আমি, কারো শ্লোগানের উৎস হইনা
কিংবা আমায় নিয়ে আর মিছিল হয়না ;
আমি ইতিহাসেই চলে গেলাম ।
আমার অঙ্গের ক্ষতগুলো থেকে
এখনো রক্ত ঝরে অঝোর ধারায়,
তবে তা আর বহেনা মুসলমানের হৃদয়ে ।
শ্যাওলা পড়ে আমার নামফলক এখন
নজরে পড়ার মত নয়;
আমি ঢাকা পড়েছি নানানরকম বৃক্ষতলে ।
আমার আঙ্গিনা আর মুখরিত হয়না
মোয়াজ্জিনের সুললিত কণ্ঠে;
দেয়ালে প্রতিধ্বনি হয়না আজানের সুর ।
ইমামের আল্লাহু আকবার ধ্বনিতে
আমার বুকে কেউ নামাজে দাঁড়ায় না ;
মুমিনের মস্তক সেজদাবনত হয়না আমার বুকে ।
হে সম্রাট বাবর! তোমার উত্তরসূরি মুসলমান
আজ আমায় ভুলেই গিয়েছে ;
আজ আমি সত্যিই অসহায়,
তুমি কি একবার আসবে মর্তলোকে, আমায় দেখতে?


রচনাকালঃ-
০১০১২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ, সংযুক্ত আরব আমিরাত ।