নিঃসন্তান এক চোর দম্পতী
দুর্গা দর্গাহ কিছুই বাদ রাখেনি ।
মনেতে স্বপ্নে নিয়ে তাদের চলা
হবে তাদের একটা বাছা, কিন্ত
কেউ পূরণ করেনি মনের আশা ।


একদিন মান্নত করিল তারা
দেয় যদি একটা সন্তান খোদা ।
খাওয়াইবে একশত চোরকে পেটভরে,
নেমন্তন্ন করিয়া ঘরে ।


কিছুদিন অতিবাহিত হলে
ঘর আলোকিত হইল সন্তানে,
কিন্তু, মাথায় ভর করিল মহা ঝামেলা
একশত চোর পাবে কোথায় খুঁজিয়া?


স্বরণাপ্নন হল এক জ্ঞানী মহাজনের
বাতলিয়ে দাও গুরু সমস্যা সমাধানের ।
সব শুনিয়া মাথা দুলাইয়া কহিলেন বৃদ্ধ মহাজনে
টেনশন করোনা বাছা আছে রাস্তা পরিত্রানের
নেমন্তন্ন কর গিয়ে পাশের থানাখানে,
পুলিশ মেম্বার চেয়ারম্যান ও নেতামহাশয়ে ।
যদি পার ডাকিয়া নিতে মন্ত্রীমহাশয় কে
ডাকিতে হবেনা বাকিদের তোকে
তাকে খাওয়াইলে চলিবে ।


রচনাকাল
১৪১০২০১৭
সংযুক্ত আরব আমিরাত ।