সচরাচর মোনাজাত ধরা হয়না
আমরা সুখে আছি,দুনিয়ার সুখ।
হাসি খুশী আনন্দ হুল্লোড়, ভুলিয়ে রাখে
প্রভুকে আজ মনে পড়ে না, প্রভু কে?
সুখ ভুলিয়েছে সব,ধর্ম কর্মের চিন্তা
এখন মাথায় আসে না,ছ্বেদ পড়েছে সবে ।
বিপদ আমায় ডাকছে খুব করে
আমি সেদিকে নজরই দিলাম না;
আকাশে ভেসে চলা শুভ্র মেঘ
কালো হচ্ছে সহসাই, কর্ম ফলের ভার
সে আর কত সইবে?
একদিন বিপদ এসে আমার দোরে
করাঘাত করলো, বজ্রধ্বনির ন্যায় ।
হন্তদন্ত হয়ে দু'হাত উঁচিয়ে বললাম,
হে প্রভু! হে প্রভু!! হে প্রভু!!!
হস্তরেখা কথা বলে উঠলো
গুণে দেখো কতদিন পর প্রভুকে স্বরিলে?
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আঁকাবাঁকা রেখাগুলো
তিরস্কারের অট্টহাসিতে মেতে উঠলো ।
সুখের দিনের সব অন্যায় তুলে ধরে বলল
হে নির্লজ্জ, বেহায়া, বেশরম !
এবার প্রভুকে মনে পড়লো?


রচনাকালঃ-
১৬০৩২০১৯ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।