জীবত এই সমাজে আমার
নাই কোন দাম নাই,
মরার পরে লাশের আছে দাম
আমি লাশ হতে চাই।


মৃত্যু কাতর বিছানায় আমার
কেটেছে কত রজনী,
আসেনি আমায় দেখতে কেহ
ছিলাম জীবিত আমি।


আমার লকবে কি ছিল জানিনা
অনেকেই হিংসায় জ্বলত,
উপরে আমায় ভাই ভাই বলে
মৃত্যু কামনা চাইতো।


বিরোধী আমি যাদের ছিলাম
উপরে খুশি তারা
সমবেদনা জানাতে আসবেন
ব্যথিত হবেন তারা।


আমি যখন আমি ছিলাম
লাগেনি ভালো কারো,
মরার পরে তারাই বলে
লাশের খাটিয়া ধর।


জীবিত থাকিয়া লাভ কি বল
এই সামাজে ভাই,
উঠিয়ে নাও মালিক আমায়
আমি লাশ হতে চাই।