হে যুবক!
ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন
আফগান ইরাকের মজলুম জনতা
প্রতিনিয়ত তোমায় ডাকছে।
তুমি কি শুনতে পাও তাদের?


ব্যালিস্টিক রকেট বোমায় বিধ্বস্ত
ভবনের স্তুপ থেকে রক্তাক্ত শিশুর কান্না,
সন্তানহারা মায়ের রোনাজারি
পিতার চাপাকান্না
তুমি কি শুনতে পাও তাদের?


শত দীর্ঘশ্বাস মিশ্রিত বাতাস
কখনো শুঁকে দেখছ?
তুমি কি পাওনি বাতাসে
জমাট বাঁধা রক্তের গন্ধ?


শত্রুরা যখন তোমার মজলুম
মায়ের হিজাব নিয়ে টানাহেঁচড়া করছে
তোমার ভাইকে বন্ধী করে নিয়ে যাচ্ছে
তোমার বোনের ইজ্জত নিয়ে তামাশা করছে,
তুমি কি তাও দেখনি?


তুমি দেখেছ সব দেখেছ
অথচ তুমি চুপ,
কেন? তোমার কি একটুও মায়া হয়না?
নাকি ওই রক্তাক্ত ময়দানের
ভয় চেপে বসেছে তোমার মনে?


তাহলে কি ধরে নেব
তুমি ভীতু, কাপুরুষ?