পড়ে আছে এক বিবস্ত্র নারীর দেহ
কেউ পাশ কেটে যেতে চাইলেও,
সে পারছে না।
দাড়াতে বাধ্য করছে তাদের,
কিছু মানব রূপি দু'পায়ি কুকুর।
ঘ্যেঁউ ঘ্যেঁউ করে কি যেন বলছে তারা।
দাড়ানো মানুষগুলো কিছু না বুঝেই
বাহ বাহ দিয়ে যাচ্ছে।
বোধহীন মানুষগুলো বুঝতে পারছে না,
এই দেহ তার মা-বোন-স্ত্রীর।
পেছন থেকে কারা যেন বস্ত্রহাতে
এগিয়ে আসতে চেয়েও পারছে না।
ততক্ষনে বড্ড দেরী হয়ে গেছে!
সামনের মানুষগুলো দেখেও
না দেখার ভান করে বসে আছে।
পেছনের লোকগুলো যদি
বস্ত্রাবৃত করে ফেলে দেহটি?
অথচ সামনের কুকুরগুলো
বুনো উল্লাসে মেতে আছে,
দেহের প্রতিটি অঙ্গ নিয়ে।
শুধু সঙ্গম করাই বাকী রয়ে গেলো।