এই অর্ধনগ্ন দেহ আধুনিক কিভাবে হয়?
যার দিকে তাকিয়ে কেলিয়ে হাসে
বত্রিশ দন্ত আর কিছু রাক্ষুসে চোখ।


যেই তুমি নিজেকে আধুনিক বলছ
সেই তোমার রসুই ঘরে কেন
ডুকরে ডুকরে কাঁদে;কাজের মেয়েটি?


স্বাধীনতা স্বাধীনতা বলে যেই তুমি
চেঁচাচ্ছ রাস্তার মোড়ে
অলিগলি থেকে আদালত প্রাঙ্গণে,
সেই তোমার কর্মে নিয়োজিত
শ্রমিক গুলো কি পাচ্ছে
তার পূর্ণ স্বাধীনতা?


বাল্য বিবাহের শ্লোগান নিয়ে
দাপিয়ে বেড়াচ্ছ যত্রতত্র,
তোমাকে সমর্থন আমিও করি;
কিন্তু বিবাহপূর্ব বাচ্চাটা কে
কেন হারামজাদা বলে গালি দিচ্ছ?


আজ নিজেকে বড্ড জ্ঞানী সুশীল ভেবে
সমাজের মোড়ল হয়েছ,
আরে তোমার পেছনে কতজন
থুতুর দলা নিয়ে দাঁড়িয়ে আছে
তার খবর কি একবারও নিয়েছ?


ও সমাজের মুখোশধারী জানোয়ারের বাচ্চারা
উত্তর দেবে কি আমার প্রশ্নগুলোর?