চৌরাস্তা বা জনসমাগম স্থল
সবাই নারী স্বাধীনতার শ্লোগান দিচ্ছে;
দলে দলে মানুষের ভিড় জমছে শ্লোগানস্থলে
প্রগতির জোয়ারে ভেসে যাচ্ছে সব।
দাঁড়ি টুপিওয়ালারা ভিড়ছেনা দেখে
কিছু মানুষ ট্যাড়া দৃষ্টি ফেলছে,
যাচ্ছেতাই বলে যাচ্ছে;চামড়ার মুখদিয়ে।
তার মানে?
ওরা নারী স্বাধীনতার বিপক্ষ শক্তি?
ওদের ঘরের নারীগুলোকেও তো দেখছি না!
ওরা কি তাহলে বন্দী করে রেখেছে তাদের?
ওমা সেকি! ওরা তো দিব্যি হেসে খেলেই চলছে।
অন্যদিকে
ভাস্কর্যের আদলে তৈরিকৃত নারীর বক্ষউম্মুক্ত;
স্তন ঢাকার ব্যর্থ চেষ্টা সে করেই যাচ্ছে।
অধিকার আদায়ে তাকে এতো কোরবান দিতে হয়েছে!
এমন অধিকার দিয়ে কি করবে শুনি?


দ্রষ্টব্যঃ-
আমি নারী স্বাধীনতার বিপক্ষে নই,তবে তথাকথিত নারী স্বাধীনতার বিপক্ষে।
যেখানে নারীকে সম্মান নয়,বানিয়েছে পণ্য।