চৌধুরী বাড়ির কুকুরে
লাফ দেয় পুকুরে
ধরে খাবে মাছ
অলস বেলা বিড়ালে
কাঁধ লাগায় লাঙ্গলে
মাটি করবে চাষ।


ভুই খানি জিয়লে
দুচার অর্থ খোয়ালে
উঠবে নাকি ঘাস
ঝড়ের সাথে ঠেলিলে
ঘর খানি হেলিলে
দামি হয় বাঁশ।


দড়ি বেধে চোয়ালে
রেখে দিলে গোয়ালে
দুধ দেয় হাঁস
শিম বিচি পুতিলে
মুখ এটে বোতলে
লাউ ধরে বারোমাস।


শুনে তাই, মরি হায়
মাথা হয় গোল
জ্বর এসে, গায়ে বসে
বুকে বাজে ঢোল।