জোড়ায় জোড়ায় মিথ্যা কথা, কেন সত্য বলি না কেহ?
এ এক নতুন আজব প্রথা, সত্যের প্রতি নাই মোহ
হৃদয় ভাঁজে নিত্য সাঁজে, লিখে নিন্দের চিরকুট
ছন্নছাড়া অকালপোড়া, হয় রে সত্য হরিলুট
ছলনা ভারে নুয়ে পড়ে, বিষাদ যাতনায়
মিথ্যা ফুলকি চকমকিয়ে, গা শুধু জ্বালায়।


আজি সত্য আমার অচল সঙ্গী
অপয়া মিথ্যায় চলে বাচন ভঙ্গী
অলসতায় নয়তো লোভের নেশায়, বুকে বাঁধে সর্প ফনার বাসা
এমন করে, জাতীর তরী খেয়ায়, আনল ডেকে, ভগ্না বেহাল দশা
ব্যবসা মোড়ল সদাই করে, কুৎসিত গোলার ধন
ন্যায়ের দ্বন্দ্বে জিতুক সবাই, হোক রে আজি পণ।


নয়তো হব আমরা, মিথ্যা সাধনার কুলি
দূর হোক দূর হোক, মুখের গন্ধ ভরা বুলি
সত্য কয়ে হাস ভবে
কদিনি আর বেঁচে রবে
পরধনে বৃথা খাব
বাগ্র চাহনিতে দুঃখ লাভ
চাও যদি টোল পড়া হাসি, আর শান্তি সুখের ঘর
সাঁজ তবে নিজ গুনে, এক মনে সত্য ধ্যানে
সিদ্ধ সত্য বর।